Current Affairs Questions And Answers With Explanatory Notes - 15th April 2022
প্রিয় বন্ধুরা ,
আজ তোমাদের কাছে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর | এখানকার দিনে সব পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে। তাই নিজেকে আপডেট রাখতে অবশ্যই নিচে দেওয়া প্রশ্নোত্তরগুলি পড়ে নাও। যার সাহায্যে তোমরা বিভিন্ন রকম চাকরির যেমন SSC MTS | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | WBP Abgari Constable | WBP SI | WBP Constable ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে।
1. 2026 কমনওয়েলথ গেমস কোন দেশ দ্বারা হোস্ট করা হবে?
– ভিক্টোরিয়া
2. পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
- শাহবাজ শরিফ
* পাকিস্তান
▪️রাজধানী - ইসলামাবাদ
▪️মুদ্রা : পাকিস্তানি রুপিয়া
3. সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য নিযুক্ত উপদেষ্টা কমিটির প্রধান কে?
– অশ্বিনী বৈষ্ণব
4. কোথায় ডিআরডিও অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল 'হেলিনা'র সফল পরীক্ষা চালিয়েছে?
– রাজস্থান
5. জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ গ্রুপে কে নিযুক্ত হন?
– ডাঃ অরুণাভ ঘোষ
6. SHG লিঙ্কেজের সেরা পারফর্মিং ব্যাংক কে হয়ে উঠেছে?
- HDFC ব্যাংক
7. 'অটল ইনোভেশন যোজনা'-র মেয়াদ কতদিন ধরে বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার?
– মার্চ 2023
8. কোন ব্যাংক 'Positive Pay System' চালু করেছে?
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
9. WHO প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের কত মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে?
– 99%
*WHO — World Health Organization. (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
10. কে সম্প্রতি আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০ টি ছক্কা হাঁকানো ভারতীয় খেলোয়াড় হয়েছেন?
- হার্দিক পান্ডিয়া
